হ্যা। ব্লু কাট লেন্স আসলেই উপকারী।
কম্পিউটারের ডিসপ্লে থেকে আসা নিল রঙের আলো এবং অতি বেগুনি রশ্মি আমাদের চোখের ক্ষতি করে থাকে। ব্লু কাট লেন্স এই রশ্মি শোষণ করে নেয়, তবে সম্পূর্ণ ভাবে নয়। তাই ব্লু কাট লেন্স ব্যাবহার করলে তা চোখের জন্য উপকারী বটে, তবে তা চোখকে সম্পূর্ণ ভাবে সুরক্ষা দেয় না। শুধুমাত্র ক্ষতির পরিমান কমিয়ে দেয়।