Hasan Saikat-
অপটিক্যাল ফাইবার হল এক প্রকার সরু কাঁচের তন্তুবিশেষ। অপটিক্যাল ফাইবার অনেক পাতলা হলেও বিভিন্ন ধরনের আবরণ দ্বারা এটাকে দৃঢ়তা প্রদান করা হয় যার ফলে সহজেই এর মধ্য দিয়ে বিভিন্ন আলোক তরঙ্গ পরিবহন যোগ্য হয়। এটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিকাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ব্যবহার করে কাজ করে।