"OPHIOCORDYCEPS OR ZOMBIE FUNGUS"
এক বিশেষ ধরনের ছত্রাক যা কোন নির্দিষ্ট প্রাণীকে জম্বিতে রূপান্তর করতে সক্ষম!
"জম্বি" আমরা হয়তো অনেকেই এটির সাথে পরিচিত।তবে হয়তো অনেকেই এটিকে এক কাল্পনিক চিন্তার ফলাফল হিসেবে বিবেচনা করলেও বাস্তব জীবনে কোন নির্দিষ্ট প্রাণীকে জম্বিতে রূপান্তর করা সম্ভব।
এখানে কোন নির্দিষ্ট প্রাণী দ্বারা বোঝানো হয়েছে পিপড়াকে। সাধারণত 'ZOMBIE FUNGUS' এ পিপড়াই আক্রান্ত হয়ে থাকে।
'OPHIOCORDYCEPS' এটি হচ্ছে এক জাতীয় ছত্রাক। তবে যখন একটি পিপড়ার যাত্রা পথে পিপড়াটি এই ছত্রাকের সংস্পর্শে আসে তখন ছত্রাকটি তার দেহে লেগে যায় এবং তার একটি কোষ বা CELL কে পিপড়াটির দেহে প্রবেশ করিয়ে দেয়।
পরবর্তী কিছু দিনের মধ্যেই ছত্রাক এর কোষটি তার দেহকে ভিতর থেকে খাওয়া শুরু করে। দেহে প্রবেশকারী কোষটি আস্তে আস্তে তার বিস্তার করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি তার দেহের ভরের অর্ধেক অংশ নিয়ন্ত্রণ নিচ্ছে। তব বাহির থেকে মনে হবে সেটি সম্পূর্ণ সুস্থ।
এর পরেই শুরু হতে থাকে পিপড়াটির জন্য সবচেয়ে কঠিন সময়। ছত্রাক এর কোষগুলি পিপড়াটির মস্তিষ্কে একটি রাসায়নিক সংকেত প্রেরণ করতে আরম্ভ করে, ফলে পিপড়াটি অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। পরবর্তীতে পিপড়াটি তার ঘর থেকে বাহিরে বের হয়ে পড়ে, আশেপাশের পছন্দকৃত কোন গাছের ২৫ সেন্টিমিটার পর্যন্ত উঠার পর সেখানে কোন ডালের পাতায় শক্ত করে কামড় বসিয়ে সেখানেই অবস্থান করে (মূলত ২৫ সেন্টিমিটার পর্যন্ত অঞ্চলটি সেই ছত্রাকের বৃদ্ধির জন্য অত্যন্ত আদর্শ পরিবেশ হয়ে থাকে)।
এই সময় পর্যন্ত পিপড়াটির তার দেহের উপর আর কোন নিয়ন্ত্রন থাকে না। ফলে মাত্র ৬ ঘন্টার মধ্যে সেটি সেই অবস্থাতেই মারা যায় এবং তার দেহটি সেখানেই অবস্থান করে। ২ দিনের ভিতর সেটির মৃত দেহ হতে একটি সাদা ডাটার মতো অংশ উত্থিত হয়। যা পরবর্তীতে বাতাসে আরও ছত্রাক এর অণু ছড়ানো শুধু করে, যার মাধ্যমে যেন তারা পর্যায়ক্রমে তাদের বিস্তার ঘটাতে পারে।
Shah Sultan Nur
Source : National Geographic