মিলন উত্তর বীর্য স্খলন হবার পর কিছু পরিমাণ বীর্য যোনি পেশির চাপে বাহিরে বের হয়ে আসতে পারে। সম্পূর্ণ অভ্যন্তরে স্খলিত হওয়া বীর্য জরায়ুর দিকে রওনা করে। ডিম্বাণু সেখান থেকে সুস্থ, সুগঠিত এবং নিখুঁত একটি শুক্রাণু কে বিশেষ প্রক্রিয়ায় বাছাই করে নিষেক সম্পন্ন করে থাকে।
নিষেক সম্পন্ন করতে না পারা শুক্রাণুগুলো বেশ কিছু প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়। এর মধ্যে বেশিরভাগ শুক্রাণু যোনির অভ্যন্তরীন অম্লীয় পরিবেশের জন্য মারা/নষ্ট হয়ে যায়। কিছু শুক্রাণু মিউকাস মেমব্রেনের ভিতরে আটকা পড়ে এবং বাকিগুলি শ্বেত রক্তকণিকার আক্রমণে নষ্ট হয়ে যায়।
- নাহিদ জাহান ভূঁইয়া।
Student Executive
Science Bee