খালি চোখে যে বীর্যকে দেখা যায়, তা আসলে কোটি কোটি শুক্রাণুর সমষ্টি। একবার বীর্যপাতে প্রায় ৪ থেকে ১২০ কোটি শুক্রাণু বেরিয়ে যায়। এই বিপুল পরিমাণ শুক্রাণুর মধ্যে, নিষেকের জন্য একটিই যথেষ্ট। একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর মিলনে একটি ভ্রূণের জন্ম হয়। মিলনের সময় মাত্র কয়েকফোঁটা বীর্য, যোনিতে ঠিকমতো প্রবেশ করতে পারলে, তার ফলেও গর্ভধারণ হওয়া সম্ভব।
! ! ! প্রশ্ন আসতে পারে, তাহলে এতো পরিমাণ বীর্যের কী প্রয়োজন ? কম্পিটিশন ! মাই ডিয়ার বন্ধু, কম্পিটিশন !! এক্ষেত্রেও প্রকৃতি যোগ্যতমের উদ্বর্তনের নিয়মটি কাজে লাগায়। যোনিতে বীর্যপাতের পর একটি শুক্রাণুকে বেশকিছুটা পথ, অনেক বাধা পেরিয়ে ডিম্বাশয়ের কাছে পৌঁছাতে হয়। একটি শুক্রাণুর ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে আধঘন্টা থেকে শুরু করে একদিন পর্যন্ত সময় লাগে। ! ! !
কটি ডিম্বাণুর নিষেকের জন্য যেহেতু একটি শুক্রাণুর প্রয়োজন হয় অর্থাৎ পুরুষের একটি শুক্রাণু ও নারীর এক ডিম্বাণুর মিলনে সন্তান হলে, পুরুষের এতো বেশি পরিমাণে শুক্রাণু নির্গত হওয়ার কারণ কী?
তিন শব্দে এই প্রশ্নের উত্তর হচ্ছে- শুক্রাণুদের মধ্যে প্রতিযোগিতা। উর্বর ডিম্বাণুর কাছে পৌঁছাতে শুক্রাণুগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় যে শুক্রাণুটি ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে সেটিই নিষেকে অংশ নেয়, অন্য গুলো নয়।
এ ধরনের প্রতিযোগিতা যেকোনো প্রাণী প্রজাতির পুরুষের জন্য তাদের সৃষ্টির ক্রমবিকাশ ঘটিয়ে থাকে। একটি শুক্রাণু যদি একটি ডিম্বাণুর নিষেক ঘটিয়ে ফেলে তাহলে অন্য একটি শুক্রাণুর জিনগত ক্রমবিকাশ সেখানেই সমাপ্ত হয়ে যাবে।
যুগের পর যুগ ধরে সুস্থ এবং সবল শুক্রাণু উৎপাদনকারী প্রজাতি দুনিয়ায় টিকে আছে এবং অন্যদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তাছাড়া ক্ষুদ্র শুক্রাণু উৎপাদনকারী জিনধারী প্রজাতি শক্তিশালী শুক্রাণু উৎপাদনকারী জিনের প্রাণীদের সাথে শেষমেশ পেরে ওঠে না এবং এভাবেই চলছে সৃষ্টির ক্রমবিকাশ।
এখন কথা হচ্ছে, ব্যাপারটা যদি বেশি শুক্রাণু উৎপাদনের হয়ে থাকে তাহলে বিবর্তনের মাধ্যমে সকল প্রজাতির প্রাণীর তুলনামূলকভাবে বড় আকারের অন্ডকোষ থাকা উচিত। শুক্রাণু উৎপাদনের পরিমাণ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শুক্রাণুর সুস্থ্ এবং শক্তিশালী হওয়া। একটি ডিম্বাণুর নিষেক ঘটানোর জন্য বেশি পরিমাণে শুক্রাণু উৎপাদনের দরকার হয় না বরং শুক্রাণু ডিম্বাণুর কতটা নিকটে পৌঁছাতে পারে সেটার উপরে নিষেক নির্ভর করে।১৯৮০ সালে ব্রিটেন এবং আমেরিকার বিজ্ঞানীরা বুঝতে পারেন, মানুষসহ সকল স্তন্যপায়ী প্রজাতির প্রাণীর শারীরিক গঠনের জন্য শুক্রাণু উৎপাদনের পরিমাণ এবং শুক্রাণুর সুস্থতা দুইটিই গুরুত্বপূর্ণ।গঠনগত দিক থেকে মানুষের সঙ্গে মিল রয়েছে এমন স্তন্যপায়ী প্রাণী বা প্রাইমেট প্রজাতির মধ্যে, একজন প্রভাবশালী পুরুষ একাধারে সমাজের সকল নারীর সাথে যৌনমিলনে লিপ্ত হয় যার ফলে শুক্রাণু উৎপাদনকারী থলিগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে যায়।