আপনি পড়াশুনা, উপযুক্ত প্রশিক্ষণ, সেই সমস্ত গুণাবলি সম্পন্ন মানুষের সহচার্যে থেকে এই গুন গুলো অর্জন করতে পারেন এছাড়াও নিচের গাইডলাইন গুলো আপনাকে পারসোনাল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এ সহায়তা করতে পারে,
ভয়কে জয় করুন
আপনার বৃদ্ধি এবং সমৃদ্ধিতে ভয় প্রধান বাধা হতে পারে৷ আপনি যদি মানুষের সামনে কথা বলতে ভয়ে পান তাহলে এটি আপনাকে অনেক পিছিয়ে রাখবে। আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে, নিজের মতামত জানাতে হবে, প্রয়োজনে বিভিন্ন Spoken ক্লাসেও ভর্তি হতে পারেন।
জীবনে এগিয়ে যেতে ঝুঁকি নিতে হবে, সঠিক লক্ষ্য অর্জনে ঝুঁকির বিকল্প নেই, আপনি প্রয়োজনে ভাল উপদেষ্টা বা এমন কাউকে খুঁজে বের করতে পারেন যে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
লজ্জা পেলে চলবে না, নিজেকে নতুনদের কাছে পরিচয় করিয়ে দিতে হবে, প্রতিদিন সম্ভব হলে নিজের পরিচিত জনের সংখ্যা বাড়াতে হবে তবে সেটা অবশ্যই এমন মানুষজন হবে যারা আপনার প্রফেশন বা টার্গেটে অবস্থান করে।
পড়ুন এবং জানুন
আপনি যত পড়বেন আপনার জ্ঞানের পরিধি তত বাড়বে। আপনি যে বিষয়ে কাজ করছেন সে সম্পর্কে দেশি-বিদেশি আর্টিকেল পড়ুন, আপনার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত ভোকাবুলারি গুলো শিখুন, আপনি নিঃসন্দেহে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। প্রতিদিন অন্তত একটি মোটিভেশন আর্টিকেল বা নির্দিষ্ট বিষয়ের আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।
নতুন কিছু শিখুন
কথায় আছে শিক্ষার কোন বয়স নেই। আপনি যতই শিখবেন আপনার জীবনে সেটা ইতিবাচক প্রভাব ফেলবে। কাজের পাশাপাশি নতুন ভাষা শিখতে পারেন, প্রোগ্রামিং শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারেন। এই বিষয় গুলো আপনাকে জ্ঞানের দিক থেকেই শুধু সমৃদ্ধ করবে এমনটি নয় বর্তমান সময়ে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
অন্যকে পর্যবেক্ষণ করুন
আপনি যার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তাকে পর্যবেক্ষণ করুন। তার ভাল গুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। মানুষ তার যেগুণ গুলোর প্রশংসা করে সে সমস্ত গুন গুলোতে নজর দিন।
নেটওয়ার্ক বাড়ান
আপনি যত বেশি মানুষ জনের সাথে মিশবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বিভিন্ন জনের পারসোনালিটি পর্যবেক্ষণ করুন তারা কিভাবে আচরণ করে জানুন, তাদের থেকে নতুন কিছু শিখুন।
বর্তমান সময়ে নেটওয়ার্ক বাড়ানো আগের চেয়ে অনেক সহজ, সোশ্যাল মিডিয়া গুলোর সহযোগিতায় আপনি সে সমস্ত মানুষকে অনুসরণ করতে পারেন যারা আপনার পারসোনালিটি বিল্ড করতে নতুন ধারণা দিতে পারে।
মেডিটেশন
অনেকে নিজের স্ট্রেস এবং উদ্বেগ হ্রাস করার জন্য মেডিটেশন করেন। এটি আপনার শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই বেশ উপকারী। এটি আপনাকে কাজ থেকে নিজেকে দূরে রেখে নিজের লক্ষ্যে কিছু সময় মনোনিবেশ করার সুযোগ দেবে।
একজন পরামর্শদাতা খুঁজে বের করুন
আপনি কিভাবে নিজের পারসোনাল ডেভেলপমেন্ট স্কিল গুলো অর্জন করবেন সে সম্পর্কে আরও ভাল ধারনা নিতে একজন মেনটর খুঁজে বের করতে পারেন। সেটা যেকেউ হতে পারে, আপনার কোন শুভাকাঙ্ক্ষী হতে পারে, আপনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার হতে পারেন অথবা প্রফেশনাল কেউ হতে পারে। সঠিক পরামর্শ দাতা কেবল আপনাকে পরামর্শই দেবে না একই সাথে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।