আমরা বাসাবাড়িতে যেসব তার ব্যবহার করি, সেগুলো সাধারণত লাল ও কাল রঙের হয়। কপারের তারের উপর বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসাবে প্লাস্টিকের আবরণ থাকে, যেটার কালার সাধারণত লাল বা কালো। এটার তেমন মহাত্ম নাই। মূলত দুইটা তারকে বাহ্যিক দিক থেকে আলাদা করার জন্যেই দুইরকম রং ব্যবহার করা হয়।