রঙের উপর নির্ভর করে তো আর বিদ্যুৎ চলে না বরং আমরাই রঙ দিয়ে চিহ্নিত করি।
লাল তার দিয়ে তড়িৎ উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় আর কালো তার দিয়ে তা উৎসে ফিরে আসে ( বা গ্রাউন্ডে আর্থিং করা হয়)। এই লাল আর কালোর সংযোগ স্থলে কি থাকে? ফ্যান, বাতি, টিভি সহ যত ইলেক্ট্রিক যন্ত্রপাতি। লাল তার দিয়ে যাওয়া বিদ্যুৎ ফ্যান, বাতি, বা টিভি ফ্রিজে ব্যবহৃত হয়ে অবশিষ্ট বিদ্যুৎ কালো তার দিয়ে প্রবাহিত হয়। যার ভোল্টেজ অনেক কম। মানুষকে শক দেওয়ার জন্য যথেষ্ট না।