সাদা আলো যখন গাছের পাতায় পড়ে তখন সেটি সবুজ বাদে বাকি সব আলো শোষণ করে নেয় এবং শুধু সবুজ আলো প্রতিফলিত করে বলে পাতাটাকে সবুজ দেখায়। কিন্তু লাল আলো যখন গাছের পাতায় পড়বে তখন পাতাটি সেই লাল আলোকে শোষণ করে নেবে এবং কোনো আলো প্রতিফলন করবে না কারণ সবুজ পাতা শুধু সবুজ আলো প্রতিফলন করে। অন্য সব বর্ণের আলো শোষণ করে নেয়। এই কারণে লাল আলোতে গাছের পাতা কালো দেখায়।