আমেরিকার লোয়া স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক সম্প্রতি 'নেচার' জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। তারা নতুন এক ধরনের পদার্থের কথা বলেছেন। এগুলো রাডারের চোখ ৭৫ শতাংশ ফাঁকি দিতে পারে।
বিজ্ঞানীরা দুটো পৃথক রিং নেন। এগুলো সিলিকন শিটে মোড়ানো যাতে রয়েছে গ্যালিস্টন। রিংগুলো অনুরণন সৃষ্টি করে। এই রিং দুটো এক করে ফেলেন।
তত্ত্বীয়গতভাবে সিলিকন শিটে মোড়ানো এই গ্যালিস্টন একটি ফাইটার জেটকেও অদৃশ্য করে দিতে পারে।
গ্যালিস্টন এক ধরনের ধাতব অ্যালয় যা কক্ষের তাপমাত্রায় তরল হয়ে যায়। আবার এটা পারদের মতো বিষাক্ত নয়। ওই রিং দুটো বৈদ্যুতিক আবেশক যন্ত্র হিসাবে কাজ করে। এদের মধ্যকার শূন্যস্থান বৈদ্যুতিক ক্যাপাসিটর হিসাবে কাজ করে।
এরা অনুরণন সৃষ্টি করে। শব্দের এই কম্পন রাডারের তরঙ্গকে ফাঁকি দিতে পারে।
কোনো বস্তু এর মাধ্যমে ঢেকে ফেলা হলে যেকোনো কোণ থেকে রাডার তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয় না। এটা আসলে কোনো প্রযুক্তি নয়, বরং কার্যকর একটা পদ্ধতি।