৫০ মিটার দূর থেকেই মানুষের নিশ্বাসের সঙ্গে বেরোনো কার্বন ডাই-অক্সাইডের গন্ধ চিনতে পারে মশা। পরিবেশের আর পাঁচটা কার্বন ডাই-অক্সাইড উেসর থেকে মানুষের নিশ্বাসের ফারাক সহজেই বোঝে মশা। কারণ, মানুষের নিশ্বাসে থাকে কার্বন ডাই-অক্সাইড ককটেল (ল্যাকটিক অ্যাসিড, অক্টানল, ফ্যাটি অ্যাসিড, ইউরিক অ্যাসিডের মিশ্রণ)।