আমরা জানি বায়ু উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয়। গ্রীষ্মকালে উত্তর অংশ দক্ষিণ অংশের তুলনায় উষ্ণ থাকে আর উত্তর অংশের অধিকাংশ স্থলভাগ এবং দক্ষিণ অংশের অধিকাংশ জলভাগ।জলভাগ অপেক্ষা স্থলভাগের তাপ ধরে রাখার ক্ষমতা কম, ফলে স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়ে ওঠে তেমনি ঠান্ডাও হয় তাড়াতাড়ি। স্থলভাগের তুলনায় জলভাগ কম গরম হয় কারণ এসময় সূর্য উত্তর অংশে তীক্ষ্ণ কিরণ দেয়। আর উত্তর অংশে তীক্ষ্ণ কিরণ দেওয়ার কারণে স্থলভাগের বায়ু গরম হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে। তখন দক্ষিণ অংশে জমা বায়ু তীব্র গতিতে উত্তর অংশে প্রবাহিত হয় এবং ঝড়ের সৃষ্টি করে। এজন্য গ্রীষ্মকালে এত ঝড়বৃষ্টি!
অন্যদিকে শীতকালে এর ঠিক উল্টোটা হয় অর্থাৎ বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। সূর্য দক্ষিণ দিকে খাড়া ভাবে কিরণ দেয় আর উত্তর দিক তখন ঠান্ডা থাকে সুতরাং বায়ুর চাপও বেশি থাকে। আর দক্ষিণ দিকে কিরণ পড়ায় সেখানকার বায়ু চাপ কম থাকে এজন্য বায়ু তখন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এজন্য শীতকালে উত্তরাংশে ঝড়ের ঝুঁকি কম থাকে।