Nishat Tasnim
হ্যাঁ। সত্যি। ঘামাচি হয় মূলত ঘামগ্রন্থি বন্ধ হয়ে গেলে। বৃষ্টি পানি দিয়ে ঘামাচি সমস্যা কিছু সময়ের জন্য দূর হতে পারে। তাছাড়া বৃষ্টির পানিতে ভিজলে শরীরের টক্সিক উপাদানগুলো বের হয়ে যায়, এটিও অনেকটা ঘামাচি রোধে সহায়তা করে। তবে বৃষ্টির পানি মাটিতে পড়ার সাথে সাথে মাটি থেকে দূষিত পদার্থ, ব্যাকটেরিয়া বের হয়ে যায়। আমাদের ত্বকের সংর্স্পশে এইসব দূষিত পদার্থ এলে অ্যালার্জি বা ঘামাচি বৃদ্ধি হতে পারে।