বর্ষাকাল, বেশ বৃষ্টি হয়, তার উপর হুটহাট বৃষ্টি হলে ভিজে যাওয়াই স্বাভাবিক। কিন্তু বৃষ্টিতে ভিজলে জ্বর আসে কেন?
বৃষ্টিতে ভিজলে জ্বর আসার বড় কারণ হল ভেজা কাপড় গায়ে শুকিয়ে যাওয়া। বৃষ্টির পানিতে প্রতিদিন ভেজা হয় না বলে শরীর অভ্যস্ত থাকে না। তাছাড়া বৃষ্টির পানি তুলনামূলক ঠান্ডা হয়। প্রতিদিনের গোসলের পানির সঙ্গে এর ভিন্নতা রয়েছে। হঠাৎ করে গায়ে অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে শরীরের তাপমাত্রার পরিবর্তন আসে, যেটা অত্যন্ত কম সময়ের মধ্যে শরীরের স্নায়ুর কাছে একটি ইলেক্ট্রিক শক’র মত। ফলে উত্তেজনায় শরীরের ছোট ছোট শিরাগুলো বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা কমানো বা বের করে দেয়া অসম্ভব হয়ে যায়। যার ফলে শরীরের ভেতর তাপমাত্রা আটকে থাকে আর বহিঃপ্রকাশ ঘটে জ্বরের মাধ্যমে।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি