লিংগ সেক্স ক্রোমোজমের মাধ্যমে নির্ধারন করা হয়, xx অথবা xy এর মাধ্যমে মেয়ে বা ছেলে নির্ধারণ হয় একদম জাইগোট তৈরির সময়ই। আর জননাংগ পরে তৈরি হয় তাই প্রথমদিকে ফিটাস নিউট্রাল দেখায় বা মানব ভ্রূণ গঠিত হওয়ার সময় ফিমেল ভ্রূণ হিসেবে গঠিত হয়, ৮ম সপ্তাহের পর Y ক্রোমোজোমের প্রভাবে ভ্রূণে টেস্টিস গঠিত হয় এবং পুরুষ হিসেবে তৈরী হয়। আর মেয়েলি পুরুষ হয় হরমোনার ইমব্যালেন্সের জন্য। অন্য দিকে হিজরা হওয়ার পিছনে কারণ আরেকটু জটিল। এই লিংকে এই ব্যাপারে বিস্তারিত দেয়া আছেঃ
https://www.sciencebee.com.bd/qna/5249/