মহাকাশে অবিকল পৃথিবীর মতো একটি গ্রহ খুজেঁ পেয়েছেন কানাডার মনট্রিয়াল বিশ্ববিদ্যালয়ের গবেষকদল।মহাকাশ বিজ্ঞানীরা এই গ্রহের নাম রেখেছেন টিওআই-১৪৫২ বি বা সুপার আর্থ।
সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি,নতুন এই গ্রহ পৃথিবীর চেয়ে অনেক বড়।এর আয়তন পৃথিবীর আয়তনের থেকে ৭০ শতাংশ বেশি।পৃথিবীর চেয়েও গভীর সমুদ্র রয়েছে সেখানে।আমাদের পৃথিবী থেকে গ্রহটি ১০০ আলোকবর্ষ দূরে।এই গ্রহটি একসঙ্গে দু-দু'টি নক্ষত্রের চারদিকে ঘোরে।(সংক্ষিপ্ত)