বাতকর্মে থাকে মূলত- নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, মিথেন ইত্যাদি। তবে আমাদের ইনটেস্টাইনের ব্যাকটেরিয়া, যেগুলোকে একসাথে gut microbiome বলা হয়, এই ব্যাক্টেরিয়ার কারণে বাতকর্ম দুর্গন্ধযুক্ত হয়। ডাইজেস্টের সময় আমাদের গাট ব্যাক্টেরিয়া হাইড্রোজেন সালফাইড তৈরি করে, এই সালফাইডের কারণেই দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া খাদ্যাভাসও বেড স্মেল এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসূত্রঃ হেলথ. com