বিভিন্ন গ্যাসের সমন্বয়ে বাতকম্য সৃষ্টি হয় আমাদের পেটে। গ্যাস গুলির মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, মিথেন, হাইড্রোজেন সালফাইট ও অ্যামোনিয়া। এই হাইড্রোজেন সালফাইট অতিরিক্ত বিকট গন্ধ সৃষ্টির কারণ এবং অ্যামোনিয়া থেকে হয় ঝাঁজ এর সৃষ্টি।
ঢেকুরে এই প্রক্রিয়া না ঘটায় তেমন একটা গন্ধের উৎপত্তি হয়না। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনটিও হয়ে থাকে!
- সাদমান