Hypospadias এমন একটি জন্মগত রোগ যার ফলে মূত্রনালীর মুখ নিচের দিকে থাকে আর পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া অসম্পূর্ণ থাকে। সাধারণত বেশি ভাগ ক্ষেত্রে জন্মের পরেই এই রোগ পরিলক্ষিত হয়, এই রোগটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয়, আসলে এই রোগটি থেকে অপারেশনের মাধ্যমে আংশিক পরিত্রাণ পাওয়া সম্ভব এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে স্বাভাবিক ভাবেই জীবন যাপন করা সম্ভব তবে পরবর্তীতে একের অধিক অপারেশনের প্রয়োজন হতে পারে।
তবে আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি যে,
যদি অপারেশনের পর যদি সব স্বাভাবিক হয়ে যায়, এবং পুরুষাঙ্গের স্বাভাবিক আকার বজায় থাকে, এবং দেহের গঠনের পাশাপাশি পুরুষাঙ্গও যদি স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে যৌন জীবনে কোন সমস্যা হয় না এবং অবশ্যই সেই সব পুরুষেরা সন্তান জন্ম দিতে সক্ষম।
( অনেকের ধারণা এই রোগটি শুধুমাত্র পুরুষদের হয় কিন্তু এই ধারণাটি ভুল, নারীদেরও এই রোগটি হতে পারে, তবে পুরুষদের তুলনায় খুব কম সংখ্যক নারী এই রোগে আক্রান্ত হয়)