মানুষ সাধারণত নতুন জিনিস দেখতে বা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে পছন্দ করে। যখন আমরা টিকটক স্ক্রল করি তখন একটির পর একটি নতুন ভিডিও পাই।নতুন জিনিসের প্রতি আগ্রহ মেটানোর ফলে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় যা আনন্দ বা খুশি অনুভব করায়। তাই টিকটিক বেশি ভালো লাগা রোগ নয় বরং আসক্তি।