ডার্মাব্রেশন ও ফ্র্যাকশনাল লেজার- এই পদ্ধতিগুলিতে মেকানিকালি (ডার্মাব্রেডার দিয়ে ঘষে) বা লেজারের মাধ্যমে চামড়া পুড়িয়ে (আরবিয়াম বা কার্বন ডাইঅক্সাইড) আশেপাশের মেলানোসাইটগুলিকে স্টিমুলেট করে নষ্ট হয়ে যাওয়া মেলানোসাইটের স্থান পূরণ করার চেষ্টা করা হয়।
স্কিন গ্রাফটিং (পাঞ্চ, ব্লিস্টার, স্প্লিট স্কিন)- যেখানে চামড়ায় মেলানোসাইট অক্ষত আছে সেখান থেকে কিছুটা চামড়া তুলে শ্বেতীর জায়গায় বসিয়ে দেওয়া হয়, যাতে নতুন মেলানোসাইট আবার ত্বকে রং ফিরিয়ে দিতে পারে।
মেলানোসাইট ট্রান্সপ্লান্ট- অক্ষত ত্বক থেকে মেলানোসাইট তুলে সাদা জায়গায় বসিয়ে দেওয়া হয়। অনেক সময় মেলানোসাইট কালচার করে সংখ্যায় অনেক বাড়িয়ে নেয়া হয় যাতে অল্প মেলানোসাইট তুললেও অনেকটা ট্রান্সপ্লান্ট করা যায়। খুব ভালো ফল দেয়।