পৃথিবীতে প্রায় তিন হাজার ৫০০ প্রজাতির মশা আছে যার মধ্যে ছয় শতাংশ প্রজাতির স্ত্রী মশা মানুষের রক্ত খায়। আবার তাদের মধ্যেও কিছু প্রজাতি শুধুই রক্ত খায় কিন্তু কোনো পরজীবী বহন করে না। এই প্রজাতির মশা ছাড়া বাকি মশারা আমাদের কোনো ক্ষতি করে না। তারা গাছ ফল প্রভৃতির নেক্টার বা রস খেয়ে বেঁচে থাকে।
১ যারা কান্ডের রস খেয়ে বেঁচে থাকে তারা উদ্ভিদ পরাগ সংযোগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২ মশার লার্ভা কিছু পাখি, বাদুরের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস।
৩. কিছু মাকড়সা স্যালাম্যান্ডার টিকটিকি, গিরগিটি, ব্যাঙ এদের মুখ্য খাদ্য এই মশা। তাই মশারা খাদ্যশৃঙ্খলের ওপর প্রভাব রাখে ।
৪ মশার ডিম মাছরা খাবার হিসেবে ব্যবহার করে। তাই মাছের খাদ্য চাহিদা মেটাতেও বিশেষ ভূমিকা রাখে মশা।
সোর্সঃ ডেইলি বাংলাদেশে