মশা না থাকলে, মশার উপর নির্ভর করে বাস্তুতন্ত্রে যে সকল মাছ, ব্যাঙ, পতঙ্গ বা পাখি ইত্যাদি আছে তারা মশার বিকল্প অন্য বহু পতঙ্গ বেছে নিতে পারত। প্রতি বছর ম্যালেরিয়াতেই লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এছাড়াও ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, ওয়েস্ট নাইল, ইয়োলো ফিবার ইত্যাদি রোগ মশা ছড়ায়।