আইসল্যান্ড পৃথিবীর শীতলতম জায়গার মধ্যে অন্যতম। আইসল্যান্ড এ মশা না থাকার পেছনে ২ টি কারণ উল্লেখ করা যেতে পারে।
১. অত্যধিক ঠাণ্ডা আবহাওয়া: মূলত সে দেশের ঠাণ্ডা আবহাওয়া মশার প্রজননে মূল বাধা দেয়। মশার বংশবিস্তার এর জন্যে প্রয়োজন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। তবে কিছু পরিমাণে ঠাণ্ডা সহ্য করতে পারলেও আইসল্যান্ড এর তীব্র শীতল আবহাওয়া তে মানিয়ে নেয়া এদের জন্য সম্ভব নয়।
২.মাটি ও পানি:মূলত বছরের অধিকাংশ সময়ে আইসল্যান্ড এর জলাশয় গুলো বরফে জমাট বাঁধা থাকে যার দরুন মশা তার লার্ভা এখানে রাখতে পারে না। তাছাড়া, প্রাকৃতিকভাবেই আইসল্যান্ড এর মাটি, পানি মশা ও অন্য পতঙ্গদের জন্য অনুপযোগী।
তবে বর্তমানে গ্লোবাল ওয়ারমিং এর কারণে সে দেশে নতুন প্রজাতির কিছু পতঙ্গের উদ্ভব ঘটেছে, যার ফলে ধারণা করা হচ্ছে, নিকট ভবিষ্যতে আইসল্যান্ডে মশার বিচরণ দেখা যেতে পারে।
তথ্যসূত্র: Motorhome Iceland