নখের উপর অর্ধচন্দ্রের মতো সাদা অংশটিকে Lunula বলে। এটা ত্বকের কিউটিকলের উপর অবস্থান করে। Lunula আমাদের নেইল ম্যাট্রিক্সের একটা অংশ, নখের নিচে যে টিস্যু রয়েছে তারই অংশ। এর ভেতর নার্ভা, লিম্ফ ও ব্লাড ভেসেল থাকে। আবার এখানে থেকে নখের সেল তৈরি হয়। সবার হয়তো এই Lunula দৃশ্যমান নাও হতে পারে।
তথ্যসূত্রঃ হেলথলাইন
©মিথিলা ফারজানা মেলোডি