Nishat Tasnim -হাতে রেখা থাকে ঘর্ষণ সৃষ্টির জন্য। যদি মানুষের হাত ও পায়ের তালুতে কাটা কাটা দাগ না থাকতো তবে ঘর্ষণ সৃষ্টি হতো নাহ আর ঘর্ষণ সৃষ্টি না হলে কোনো কিছু আঁকড়ে ধরা সম্ভব হবে না। আর এর ফলে যাবতীয় দৈনন্দিন কার্যক্রম করতে কষ্ট হতো। যেমন: হাটা চলা, লিখতে সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা। শরীরের যেসব অঙ্গ ভাজ হয় ঐসব অঙ্গেই এরকম রেখা থাকে। যেমনঃ হাতের কব্জিতে, হাটুতে, কনুইতে, পেটের নিচের অংশে, গলায়, পায়ের তালুতে।