M Rezaul Karim-
আর্কিমিডিসের সুত্রটা জানলে এটা সহজেই বুঝা সম্ভব।
আয়তন যত বেশি হবে পানির বিপরীতমুখী বলের পরিমাণও বেশি হবে। মানে এটা আয়তনের উপর ডিপেন্ড করছে অনেকটাই। একটা ইট যার আয়তন তার ভরের তুলনায় অনেক কম, এটা যখন পানিতে পরে তখন পানির বিপরীতমুখী বলের চেয়ে ইটের অভিকর্ষজ বল বেশি থাকে ফলে এটা পানির বিপরীতমুখী বলকে উপেক্ষা করে সহজেই পানির নিচে চলে যায়।
অন্যদিকে মানুষ যার আয়তনের তুলনায় ভর কম! (ইটের সাথে তুলনা করে)। আয়তন বেশি থাকার কারনে এক্ষেত্রে পানির বিপরীতমুখী বল মানুষের অভিকর্ষজ বলের তুলনায় বেশি হবে, ফলে মানুষ পানির নিচে না গিয়ে ভেসে উঠে! (আবার এখানে মানুষের ভিতরে থাকা বাতাস অনেকটাই সাহায্য করে)