Nishat Tasnim-
আঙুলের নখগুলো মূলত কেরাটিন দ্বারা গঠিত, এটি অত্যন্ত শক্ত একটি প্রোটিন যা পিঁপড়ারা হজম করতে পারে না। তবে এই নখগুলোতে থাকে মৃত ত্বক, nail fungus যা পিঁপড়ারা খেয়ে হজম করতে পারে। তাছাড়া নখে এমন অন্যান্য অনেক জৈব পদার্থের মতো উপাদান রয়েছে যা পিঁপড়াদের জন্য উপকারি তাই তারা নখ দেখলেই সংগ্রহ করে রাখে।