অনামিকা ইসলাম অনামিকা-
সাপ দুধ, কলা এসব খাবার হজম করতে পারে না। কারণ এতে উপস্থিত জটিল শর্করা আর যৌগগুলোকে হজম আর পরিপাক করার মতো এবিলিটি সাপের নেই। তাছাড়া সাপ জল অপছন্দ করে খুবই। আর দুধ তো বহু দূর। সাপ দুধ হজম করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে সাপ মারাও যায় দুধ খাওয়ালে। ওঝারা যেসব সাপকে দুধ খাওয়ায় তাদেরকে দীর্ঘদিন ধরে জল বা কোনো তরল জিনিস খেতে দেওয়া হয় না। অনেকদিন না খাইয়ে রাখা হয়। তাই তারা প্রচন্ড খিদে আর তেষ্টায় যা দেওয়া হয় তাই খেতে বাধ্য হয়।
সুতরাং, দুধ-কলা দিয়ে সাপ পোষার কথাটা একটা মিথ।