একই গণের মধ্যে হলে মাঝেমধ্যে হয়।
যেমন আমাদের দেশে দুইধরণের রোলার বা নীলকন্ঠ দেখা যায়।
Indian ও Indochinese
ইন্ডিয়ানটা উত্তরের দিকে দেখা যায় বেশি আর ইন্দোচাইনিসটা দক্ষিণের পার্বত্য অঞ্চলে।
কিন্তু ঢাকায় যেসব দেখা যায় অর্নিথোলজিস্ট ও বার্ড এক্সপার্টদের মতে সেগুলো সবই ইন্ডিয়ান ও ইন্দোচাইনিসের শংকর।
উল্লেখ্য দুটো প্রজাতির সংকর জন্ম নিলে সেটি আলাদা প্রজাতি হিসেবে গণ্য হয়না। কেননা একটা প্রজাতি হবার জন্য তার নিজস্ব বংশবিস্তার ক্ষমতা থাকতে হয় যা শংকরদের মাঝে থাকেনা।
Shahed Raiyan