এই প্রশ্নের উত্তরটি বুঝতে হলে আপনাকে গ্র্যাভিটি বা অভিকর্ষ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অভিকর্ষ এমন একটি মৌলিক বল যা ভুমির উপরে থাকা কোনো বস্তুকে চুম্বকের মত পৃথিবীর কেন্দ্রের দিকে টানতে থাকে। আর এই বলটি ভুমির উপর লম্বভাবে ক্রিয়া করে। ভুমির সাথে লেগে থাকা বস্তু গুলো পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে ঘুরছে এটি মাথায় ঢুকলেও ভুমির উপরে স্পর্শে না থাকা বস্তু পৃথিবীর সাথে কিভাবে ঘুরবে এই যুক্তিটি মাথায় ঢুকে না অনেকের।
তাই আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি।
একটি সুতোর এক প্রান্তে একটি পাথর বেধে দিয়ে অপর প্রান্ত হাতে ধরে ঘুরাইতে থাকুন। পাথরটি কি সুতোর সাথে তাল মিলিয়ে ঘুরছে? পৃথিবীর গ্র্যাভিটিও অনেকটা এই সুতোর মতো কাজ করছে। গ্র্যাভিটি ভুমির উপরে থাকা বস্তুকে ঐ সুতো র মত টেনে ধরেছে। যার ফলে ভুমির উপরে থাকা বস্তুগুলো পৃথিবীর ঘূর্ণনের সাথে তাল মিলিয়ে ঘুরছে। যদিও গ্র্যাভিটি সুতোর মতো দৃশ্যমান নয়।
এরপরও যদি বিষয়টি ক্লিয়ার না হয় তাহলে একটি চুম্বকের কথায় ধরুন। সেটি লোহার টুকরোকে স্পর্শ করা ব্যাতিত টেনে নিয়ে যেতে পারে না? পৃথিবীর গ্র্যাভিটিও ঠিক একিভাবে ভুমির উপরে থাকা বস্তুগুলোকে টেনে নিয়ে যায়। তবে আপনি যদি পৃথিবীর মুক্তিবেগ অর্জন করেন এবং তার বাইরে যান তাহলে পৃথিবী ঘুরছে তা হয়তো দেখতে পাবেন।
[সংগৃহীত : bi-gyanbuzz থেকে]