মবিন সিকদার-
প্রানিজগতে এমন অনেক দেখা যায় এক প্রজাতির সাথে অন্য প্রজাতির সেক্সুয়াল ইন্টারএকশন।
এদের বেশিরভাগই ধর্ষণের স্বীকার, তবে স্বাভাবিক সেক্স ও দেখা গেছে, নিচের লিংকে বিস্তারিত আছে। এদের বেশিরভাগই অন্য প্রজাতি হলেও গঠনগতভাবে মিল থাকে। কেন করে সেদিকে না যাই।
তবে কোন সোর্সেই পেলাম না যে উর্বর জাইগোট তৈরি হয়েছে, এরমানে শুক্রানু ডিম্বাণু মিলে কিছুই হয়নি, নষ্ট হয়েছে।
বিজ্ঞানীরা মানুষের স্পার্মের সাথে অন্য প্রানির ডিম্বাণুর ক্রস করেছিল কিন্তু কোন লাভ হয়নি, নষ্ট হয়ে গেছিলো।
https://www.popsci.com/why-monkeys-have-sex-with-deer/
খুব কাছাকাছি প্রজাতির প্রাণী হলে অনুর্বর সন্তান জন্ম নিতে পারে।যেমন গাধা ও ঘোড়ার মিলনে খচ্চর।কুকুর ও নেকড়ের মিলনে wolf dog।জেব্রা + ঘোড়া = জের্স, বাঘ + সিংহ = টাইগন, সিংহ+ বাঘ = লাইগার হয়।