সংখ্যার নিরিখে নতুন প্রজাতির প্রাণীর আবিষ্কার গত বছর বেশি হলেও , জেডএসআই -র বিজ্ঞানীদের আবিষ্কারের সংখ্যা কিন্ত্ত এখন অনেকটাই কমছে৷ সংস্থার অধিকর্তা জানান , গত বছর যে ২৬২ টি নতুন প্রাণী আবিষ্কৃত হয়েছে এদেশ থেকে তার মধ্যে ৭০টি করেছে জেডএসআই৷ অথচ , ১৯৭৫ থেকে ১৯৮৫ সালের মধ্যে প্রায় ১ হাজার ২৫০ টি নতুন প্রজাতি আবিষ্কার করেছিল এই একশো বছরের পুরানো এই সংস্থাটি৷ অর্থাত্ এই সংস্থা নিজেই ওই সময়ে বছরে ১২৫টি নতুন প্রজাতি আবিষ্কার করেছে৷ সংস্থা সূত্রে জানা গিয়েছে , যে সময়ে বেশি পরিমাণে আবিষ্কার করেছে সংস্থা , তখন সংস্থায় বিজ্ঞানী ছিলেন ১৩০ -১৪০ জন৷ বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০ -৮০ জনে৷ যেটিই অন্যতম সমস্যার কারণ৷ কলকাতায় সংস্থার সদর দন্তর ছাড়াও বাস্ত্ততন্ত্র অনুযায়ী সারা দেশে ছড়িয়ে থাকা ১৬টি রিজিওনাল সেন্টারের মাধ্যমে নতুন প্রজাতির প্রাণীগুলির সন্ধান চালানো হয়৷ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আবিষ্কৃত প্রজাতিগুলির তালিকা প্রকাশ করা হয় জুন মাসে৷