মানুষ মিশ্র খাদ্যাভাসের প্রাণী এবং তার খাদ্যাভ্যাসে বৈচিত্র বলা বাহুল্য পৃথিবীর যে কোনো প্রাণীর চাইতে অনেক অনেক বেশি। ফলস্বরুপ মানুষের মল জলীয় অংশের দিক থেকে সবসময় একরকম হয়না। বিভিন্ন কারণে মল খুব অনেকসময় শুকনো হয়ে থাকে । মলদ্বারের প্রাচীর নরম হয়। অতিরিক্ত শুকনো মলত্যাগের কারণে অনেকসময় যা ছিলে যায়, অভ্যন্তরীন বা বাহ্যিক প্রদাহের সৃষ্টি করে থাকে, যার দরুণ পায়খানার সময় জ্বালাপোড়া অনুভূত হয়।
পাইলস বা হ্যামরোয়েড এর সমস্যা যাদের থাকে, তাদের এজন্য সবসময় শাকসবজি ও পায়খানা নরম করে এমন খাবার খেতে নির্দেশ দেয়া হয়।
Shahed Raiyan