অত্যধিক শীতে সাধারণত আমরা নাক/কান ঢাকি। কেননা, আমাদের শরীরের অন্যান্য সকল অংশে চর্বির আস্তরণ থাকে, কিন্তু নাক/কানে থাকেনা, যার ফলে শরীরের অন্যান্য অংশ অপেক্ষা নাক/কান অতি দ্রুত তাপ হারায় এবং শীতল হয়ে যায়। এই তাপ হারানো রোধ করতে আমরা নাক/কানে মাফলার/টুপি ইত্যাদি পেঁচিয়ে রাখি।
নাক কানের পৃষ্ঠতল অপেক্ষাকৃত বড় থাকায় এসব স্থানের মাধ্যমিক ঠান্ডা বাতাস দেহের অভ্যন্তরে প্রবেশ করে। ঢাকা থাকার ফলে রক্ত স্বাভাবিক উষ্ণতায় প্রবাহিত হয়। সেরেব্রাল কর্টেক্স এর নির্দেশনা অনুযায়ী দেহের তাপমাত্রা কতটা ঠান্ডা তা নিয়ন্ত্রণের মাধ্যমে দেহ উষ্ণতা ফিরে পায়।