Nishat Tasnim
বহির্প্রভাবক কর্তৃক চামড়ার বাইরের স্তর এপিডার্মিস আক্রান্ত হলে অর্থাৎ শরীরের কোথাও কোনো কারণে প্রদাহ হলে তখন কোষ থেকে হিস্টামিন নামক রস নিঃসরিত হয় যার কারণে মস্তিষ্কে ইচিং এর জন্য সংকেত প্রেরিত হয়।
মস্তিষ্কের সোম্যাটোসেন্সরি কর্টেক্স দ্বারা চুলকানির প্রাবল্য নিরূপিত হয়। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে মূলত 'সুখের কেন্দ্র'। যেকোনো উত্তেজনার চরমতম মুহূর্তে ডোপামিন নিঃসরণের দ্বারা যেভাবে সুখানুভূতি তৈরি হয়, চুলকানির ক্ষেত্রেও একই হরমোন একইভাবেই কাজ করে। এর ফলে চুলকালে আরাম পাওয়া যায়। এই কারণের কান চুলকালে আরাম লাগে।