30 দিন পরেও আপনার সেই ছবি গুলো আপনার ফোনেই থাকে। কিন্তু আপনার কাছে সেইগুলোর রিড এক্সেস না থাকার কারণে কিছুই করতে পারেন না। ওই ছবি গুলোর বাইনারী কোড এর জন্য মেমোরিতে যে নির্দিষ্ট পরিমাণ ব্লক ফুল হয়ে ছিলো সেগুলো তখনও ফুল হয়ে থাকে মানে সব জায়গা থেকে ডিলিট হওয়ার পরেও সেই ছবি বা ফাইল আপনার ফোনেই থাকে। কিন্তু যখন আপনি আরো ফাইল আপনার মেমোরিতে লোড করেন তখন আগের বাইনারী কোড মুছে গিয়ে নতুন ফাইল বা ছবির বাইনারী কোড মেমোরির সেই জায়গা দখল করে এবং আপনার আগের সেই ছবি চিরদিন এর জন্য মুছে যায়।
যেহেতু ডিজিটাল সব কিছুই শুধু মাত্র 0 আর 1 কোড এর সমন্বয়ে তৈরি তাই কোনো ফাইলের অস্তিত্ব আছে কি নেই সেটা আমাদের বাস্তব দুনিয়ার সাথে তুলনা করলে সঠিক উত্তর পাবেন না। ডিজিটাল কোনো প্রোডাক্ট ডিলিট হয়ে যাওয়া মানে সেই প্রোডাক্ট এর কোড এর জায়গা অন্য কোনো প্রোডাক্ট এর কোড দখল করে নেয়া। এখন আপনার কাছে যদি আপনার কোনো ছবির বাইনারী কোড আলাদা ভাবে কোথাও লেখা থেকে থাকে তাহলে সেই ছবি কোনোদিন ও হারাবে না। সেই কোডকে প্রসেসিং করে আবার ইমেইজ এ কনভার্ট করতে পারবেন। যেমনটা ফোনের ক্যামেরা করে থাকে।
©️Rahat Hossain Himel