Hasibur Rahman- গুগল বিভিন্ন ওয়েবসাইটের ডাটা ইনডেক্স করে রাখে।
তাদের এলগরিদম এমনভাবে সাজানো যা মুহূর্তেই সেই ইনডেক্স থেকে আপনার সামনে তথ্য এনে হাজির করে।
আর ওয়েবসাইট যারা পরিচালনা করে তারা SEO এর মাধ্যমে গুগলের ইনডেক্স এ তাদের ডাটা যেন যায় সে চেষ্টা করে।
SEO র অনেক গুলা স্টেপ।
দু ধরনের SEO যেমন অন পেইজ SEO, অফ পেইজ SEO।
এর মধ্যে কোনো আর্টিকেল এর কিওয়ার্ড, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন SEO র ক্ষেত্রে কিছুটা ভুমিকা রাখে।
সোজা কথা আপনারা যত সহজে তথ্য পেয়ে যান এর পেছনে গুগল এবং ওয়েবসাইট পরিচালকের রয়েছে ঘাম ঝরানো শ্রম।