এর কারণ এর নির্মাণশৈলীর মধ্যে লুকিয়ে রয়েছে
– তাদের ব্যবহার করা স্টিল 904L গ্রেডের যা বাজারের প্রচলিত ক্যাসিও, সিটিজেন ব্র্যান্ডের ঘড়িতে ব্যবহার করা 316L গ্রেডের চেয়ে অনেক টেকশই, দামী একইসাথে দুর্লভ যা ব্যবহারে নিয়ে আসে প্রিমিয়াম ফিল যা বাজারের অন্য ঘড়ি থেকে পাওয়া যাবে না । কারণ রোলেক্স মানেই রয়ালিটি ।
– প্রতিটি প্রডাক্ট দক্ষ কারুকাজশিল্পী দ্বারা নিজ হাতে তৈরি করা, যা রোলেক্স কে একটি আর্ট বানিয়েছে, প্রতিটি সুক্ষ্ম কাজ অত্যন্ত নিখুঁতভাবে করা হয়ে থাকে যাকে বলে শতভাগ নিখাঁদ ।
রোলেক্সের প্রতিটি ডায়ালে, কাটায় রয়েছে একদল দক্ষ শিল্পীর হাতের নিখুঁত স্পর্শ যা আপনাকে ভাবতে বাধ্য করবে হাতের সাহায্যে কিভাবে এত নিখুঁত বানানো সম্ভব, মূলত এটাই রোলেক্স কে বাকি সব কোম্পানি থেকে পৃথক করে অনেক উঁচুতে জায়গা দিয়েছে।
শিল্পীর আবেগের ছোয়া অনুভব করা যায় হাতে নিলে।
রোলেক্সের ঘড়িতে গোল্ড, প্ল্যাটিনাম ব্যবহার করা হয়ে থাকে
যা এদের উচ্চমূল্যের আরেকটি কারণ। নিজস্ব খনি থেকে উত্তোলন করা গোল্ড, প্ল্যাটিনাম ব্যবহার করা হয় যা এনে দেয় ঐশ্বর্যিক সৌন্দর্য, মোহাবিষ্ট করে রাখতে সক্ষম। খুব সর্তকতা অবলম্বন করে কাজগুলো করা হয় এবং এর নেতৃত্বে থাকে একদল দক্ষ শিল্পী। কতটা নিখুঁতভাবে কাজ করলে দেখে মনে হবে এ যেন মেশিন দ্বারা তৈরি, নেই কোনো চাঁদের কলংকের মত দাগ।
১৮,২২,২৪ ক্যারেটের গোল্ড কিংবা প্ল্যাটিনাম দিয়ে তৈরি হয় প্রতিটি ঘড়ি
কোনো কোনো ঘড়ি তো সম্পূর্ন গোল্ড কিংবা প্ল্যাটিনাম দিয়েই তৈরি, তবে সেগুলোর বেশিরভাগ ই থাকে প্রিওর্ডার।
খনি থেকে আসা ২৪ ক্যারেটের গোল্ড কে প্রথমে ফ্যাক্টরি তে ১৮ ক্যারেট বানানো হয়, তারপর বিভিন্ন ক্যাটাগরি যেমন : হলুদ,সাদা, ইভরোজ গোল্ড প্রভৃতিতে ভাগ করা হয়ে থাকে। রোলেক্স শুধু গোল্ড বা প্ল্যাটিনাম ব্যবহার করেই ক্ষান্ত নয়, তারা চায় প্রতিটি পার্টসের কোয়ালিটি যেন অটুট থাকে।