সুন্দর প্রশ্ন। মানুষের মধ্যে আবেগ আছে, রোবটের আবেগ নেই সত্য। মানুষ একটানা পরিশ্রম করতে পারে না। কিন্তু রোবট পারে। বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবটের দ্বারাই করা হয়। রোবটকে যে নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয় সে শুধু সেই কাজটিই করবে।
কিন্তু, বর্তমানে রোবটকে আরেকটু আপগ্রেড করে তার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI (Artificial Intelligence) যুক্ত করা হচ্ছে। যার ফলে কোন রোবট নিজ থেকেই চিন্তা-ভাবনা করে সমস্যা সমাধান করতে পারবে। কোন সমস্যার জন্য মানুষের করা নির্দিষ্ট প্রোগ্রামের সমাধানের বিপরীতে রোবট নিজেই নতুন সমাধান চিন্তা করতে পারবে।
কিন্তু এই AI যতটা কল্যাণকর ততই মানবজাতির জন্য হুমকিস্বরূপ। ধারনা করা হয়, ভবিষ্যত রোবটের AI এর বিপ্লব ঘটার ফলে তারা মানুষের চেয়েও নিখুঁত হবে। নিজের চেয়ে নিচু বুদ্ধিমত্তার প্রানীকে কে-ই বা সহ্য করবে? ভবিষ্যত রোবট এবং মানুষের সম্পর্কটাও হবে অনেকটা এইরকম...
আশা করি বুঝতে পেরেছেন... ফলাফল নিজেই কল্পনা করে নিন।
ধন্যবাদ।