প্রথমত, নিউটনের মাথায় আপেল পড়ার পর মহাকর্ষ আবিষ্কৃত হয়েছে- এই তথ্যটা অতটাও নির্ভরযোগ্য নয়। নিউটন নিজে এ ব্যাপারে কিছু বলেননি। তার এক নিকটাত্মীয়ই এই কথাটি সবার সামনে এনেছেন।
এখন আসি আসল কথায়, নিউটন যদি মহাকর্ষ আবিষ্কার নাও করতেন, তবুও হয়তো কেউ না কেউ এ ব্যাপারে কাজ করতেন। যেমন: অ্যারিস্টটল, টলেমি, গ্যালিলিও- অনেক মানুষই মহাকর্ষ নিয়ে কিছু না কিছু ভেবেছেন, যদিও তাদের ধারণায় অনেক ভুল ছিল। নিউটন শুধু অতীতের সকল ধারণার ভুলগুলো শুধরে একটা ফাইনাল ধারণা দেন। এখানে নিউটনের অবদানকে ছোট করা হচ্ছে না, তবে তিনি না থাকলেও হয়তোবা কোনো না কোনো দিন কেউ না কেউ এ কাজ করত।
সবশেষে এটা বলতে চাই, কেউই কখনো নিশ্চিত করে এটা বলতে পারবে না যে নিউটন মহাকর্ষ আবিষ্কার না করলে কী হতো, তবে এটা ধারণা করা যায় যে, কেউ না কেউ এটা আবিষ্কার করতো; হয়তোবা কিছুদিন পরে।