ব্যাপারটা এরকম না যে k=1 ধরা হয়। বরং একে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যাতে k এর মান ১ হয়।
SI পদ্ধতি অনুযায়ী বলের একক নিউটন। ১নিউটনের সজ্ঞাটা হলো, যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি ১ মিটার /সেকেন্ড ^২ ত্বরণ লাভ করে সে পরিমাণ বলকে ১ নিউটন বলে।অর্থাৎ এখানে, m=1kg
F=1N
a=1ms^-2 হলে,
F=kma
1=k.1.1
k=1।