অ্যাপেন্ডিক্স, যা মানবদেহের বৃহদান্ত্রের কোলনের একটি বর্ধিত অংশ।
একে বৃহদান্ত্রের টনসিলও বলা হয়। অ্যাপেন্ডিক্সের পূর্ণ রূপ অ্যাপেন্ডিক্স ভারমিষ্কর্ম। ভারমিফর্ম কথাটার মানে হল সাপের মত। অবশ্য অ্যাপেন্ডিক্স দেখতেও অনেকটা এমনই।
অ্যাপেন্ডিক্স লম্বায় গড়ে ৯ সে.মি হয়। কিছু কিছু ক্ষেত্রে ২০ সে.মি অবধি হয়ে থাকে। যাই হোক, এইতো গেল অ্যাপেন্ডিক্সের সাধারণ বিবরণ। এখন মূল প্রশ্নে আসা যাক, ছোটবেলা হতে শুনে আসছি যে, অ্যাপেন্ডিক্স একটি মানবদেহের অপ্রয়োজনীয় অংশ ; যা মাঝে মাঝে পেটে ব্যাথার জন্য নারী । এর জন্য বলে উন্নত দেশগুলোতে তা কেটে বাদ দেয়া হত। কিছু দুঃখের ব্যাপার হল যে, তা কেটেও শান্তি নেই বরং আরও বাড়তি ঝামেলার সৃষ্টি হয়। গত কয়েক বছর আগে আমেরিকার এক রিসার্চে দেখা যায়, অ্যাপেন্ডিক্সবিহীন রোগীদের স্বাভাবিক মানুষের চেয়ে বেশি পেটের ব্যামোতে ভুগতে হয়। এর হল বৃহদান্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াগুলোর বাসস্থান ঐ অ্যাপেডিক্স। আর যখন অ্যাপেন্ডিক্সবিহীন রোগীরা এন্টিবায়োটিক সেবন করে তখন, ঐ উপকারী ব্যাক্টেরিয়াগুলো মারা যায়। আর তখনই সিউডোমেমরেনাস কোলাইটিস” নামক ডায়রিয়া দেখা দেয়, যা স্বাভাবিক ভাবে হয় না। তাই উন্নত বিশ্বে এটি অস্ত্রোপচার করে বাদ দেয়ার রীতিটা আস্তে আস্তে লোপ পাচ্ছে।