Sadia Binte Chowdhury-
অ্যাপেন্ডিক্স এর গহ্বর কোনো কারণে বন্ধ হয়ে গেলে অ্যাপেন্ডিসাইটিস হয়। ফলে অ্যাপেন্ডিক্সের টিস্যুতে রক্ত চলাচল বন্ধ হয়ে অ্যাপেন্ডিক্সে থাকা ব্যাক্টেরিয়া গুলো ব্যাক্টেরিয়াল ইনফেকশন সৃষ্টি করে। ফলে অ্যাপেন্ডিক্স এর টিস্যু ও কোষ গুলো ফুলে যায় ও মারা যেতে থাকে। সঠিক সময়ে এর চিকিৎসা না করালে পরবর্তীতে অ্যাপেন্ডিক্স ফেটে যেয়ে পুরো পেটে ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়ে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে, তাই অ্যাপেন্ডিসাইটিস হলে যত দ্রুত সম্ভব এর চিকিৎসা করা ও বেড়ে গেলে অপারেশনের মাধ্যমে তা বাদ দেওয়াই উত্তম। ইনফেকশন না হলে সাধারনত অ্যাপেন্ডিক্স কেটে ফেলে না। কিন্তু অ্যামেরিকাতে, শিশুর দেহ থেকে অ্যাপেন্ডিক্স অপসারণ করাটা আগে উপকারী মনে করা হত, কিন্তু এটা উপকারী, সে সম্পর্কীত গবেষণার ফলাফল বের হবার পর এখন আর তা করা হয়না।
তথ্যসূত্র: ডেইলিমেইল