মাইক্রোস্কোপের নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ গণনা করা অসম্ভব। স্বাভাবিক পদ্ধতি হল মানবদেহের আয়তন অনুমান করা, একটি কোষের আয়তন অনুমান করা এবং একটিকে অন্যটি দিয়ে ভাগ করে দেওয়া। এক্ষেত্রে মানবদেহ ও কোষের আয়তন একই ইউনিটে থাকতে হবে।
আরও একটি পদ্ধতি হচ্ছে কোষের আনুমানিক গড় ওজনের উপর ভিত্তি করে হিসেব করা, এটি তুলনামূলক পুরানো পদ্ধতি। গণনার ভিত্তিতে এক ন্যানোগ্রামের ওজন (১ গ্রামের ১ বিলিয়ন ভাগ) ব্যবহার করে ৭০ কেজি ওজনের একজন প্রাপ্তবয়স্কের ৭x১০^১৩ (প্রায় ৭০ ট্রিলিয়ন) কোষ থাকা উচিত। আর যদি ভিত্তি হিসাবে কোষের গড় আকার ১/৪০ মিলিমিটার ধরা হয় তাহলে গড়ে ১.৬৩x১০^১৩ (প্রায় ১৬ ট্রিলিয়ন) কোষ দিয়ে মানবদেহ গঠিত।
এই ধরনের বৈজ্ঞানিক গণনাভিত্তিক সমস্যাকে Classic Fermi Estimation Problem বলে। এখানে প্রায় লিখা আবশ্যক।
- নিশাত তাসনিম