আমরা যখন দুঃশ্চিন্তা করি তখন ব্রেন কতৃক আমাদের শরীরে নানারকম স্ট্রেস হরমোন ক্ষরিত হয়। এদের মধ্যে দুটি স্ট্রেস হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। এগুলো হচ্ছে- Norepinephrine এবং Vasopressin. এদের মধ্যে Norepinephrine বিটা ১ রিসেপ্টরের মাধ্যমে হৃদপিন্ডের Sinoatrial Node কে অত্যধিক সক্রিয় করে তোলে যা হার্টবিট বা পালস রেট বাড়িয়ে দেয়। আর পালস রেট বৃদ্ধি পেলে স্বাভাবিক ভাবেই C.O বা Cardiac Output বৃদ্ধি পায় এবং রক্তচাপ ও বৃদ্ধি পায়। আবার এই হরমোন রক্তনালীগুলোর Resistance বাড়িয়ে দেয় অর্থাৎ Vasoconstrictor হিসেবে কাজ করে। এর ফলে Total Peripheral Resistance বৃদ্ধি পায় যা রক্তচাপ বৃদ্ধির সাথে বিশেষত Diastolic রক্তচাপ বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। আবার Vasopressin হরমোন বেশী ক্ষরিত হলে রক্তে পানির পরিমাণ বৃদ্ধি পায় যেহেতু এটি একটি Anti Diuretic Hormon (ADH) যা বৃক্কের আল্ট্রাফিল্ট্রেট থেকে পানি শোষণ করে রক্তের পরিমাণ বৃদ্ধি করে। ফলে স্বাভাবিকভাবেই হৃদপিন্ডের Stroke volume এবং Cardiac Output বৃদ্ধি পায় যা রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী।