আলোকবর্ষ হলো দুরত্ব নির্ণেয়ের একটি ধারণা।
আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে।।
২ সেকেন্ডে ৬ লক্ষ কিলোমিটার।
৩ সেকেন্ডে ৯ লক্ষ কিলোমিটার।
১ ঘন্টায় অতিক্রম করে ১০৮০০ লক্ষ কিলোমিটার।
২৪ ঘন্টা বা ১ দিনে অতিক্রম করে ২৫৯২০০ লক্ষ কিলোমিটার।
এভাবে আলো এক বছর বা ৩৬৫ দিনে যে পরিমাণ দুরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।
এই দুরত্বটি হলোঃ ৯৪৬০৮০০০ লক্ষ কিলোমিটার। নিঃসন্দেহে এটা বিশাল একটি দুরত্ব কিন্তু মহাবিশ্বের বিশালতার কাছে এই দুরত্বের কোনো অস্তিত্বই নেই।
তথ্যসূত্র: Quora