সেক্সট্যান্ট
সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র'র উচ্চতা এবং কৌণিক ব্যবধান মাপার জন্য বৃত্তের ১/৬ অংশ পরিমাণ যন্ত্রের নাম হলো সেক্সট্যান্ট বা Sextant । এটি জাহাজ এবং বিমানের অক্ষাংশ নিরুপণের কাজেও ব্যবহার করা হয় ৷
যন্ত্রটি ডিগ্রিতে চিহ্নিত একটি বৃত্তের অংশবিশেষ। বৃত্তের কেন্দ্রবিন্দুতে প্রোথিত একটি চলনক্ষম ব্যাসার্ধ বাহু আছে। বাহুটির শেষ প্রান্তে একটি আয়না লাগানো আছে। অপর প্রান্তটি স্কেল পর্যন্ত প্রসারিত। সেঙ্ট্যান্টের উপর একটি টেলিস্কোপ ও টেলিস্কোপের সম্মুখে আয়না যুক্ত থাকে। সেঙ্ট্যান্ট ব্যবহারের সময় পর্যবেক্ষক টেলিস্কোপের ভিতর দিয়ে সোজা দিগন্তের দিকে দেখেন। তারপর আয়নাটি সূর্যের অথবা কোনো বিশেষ নক্ষত্রের দিকে ঘোরানো হয় যাতে লক্ষ্যবস্তুটির ঠিক দিগন্তের উপর দৃশ্যমান হয়। যে বাহুদণ্ডটি আয়নাটিকে চালনা করে সেটি থেকেই প্রয়োজনীয় কৌণিক দূরত্বের পরিমাণটি পাওয়া যায়। এই কৌণিক মাপ থেকে এবং দিনের সঠিক সময়ের হিসাব টেনে অক্ষাংশ নির্ণয় করা হয়।
Source : Anusoron , bissoy , quora , science bd , bijjyanjatra , prothom alo