আর যদি পেছনের দিকে দৌড় দেই?
না,আলোর গতি কমবে না,কিন্তু আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়বে।ব্যাপারটা হাবলের সুত্রের মতো,নীল অপসরণ ও লাল অপসরণ থেকে ব্যাখ্যা করতে পারবেন।নীল অপসারণ তখন ঘটে যখন কোনো নক্ষত্র পৃথিবীর দিকে ছুটে চলে,আর লাল অপসারণ তখন ঘটে যখন কোনো নক্ষত্র বা জোতিষ্ক পৃথিবী থেকে দুরে ছুটে চলে।কারণ দূরে ছুটে চলার কারণে আলোর তরঙ্গদৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে লাল বর্ণ সৃষ্টি করে,আর পৃথিবীর দিকে ছুটে চললে আলোর তরংগদৈর্ঘ্যের হ্রাস ঘটে,যা নীল বর্ণ সৃষ্টি করে।তবে তার জন্য প্রচুর বেগ লাগবে,প্রায় আলোর কাছালাছি।
আমি যতটুক জানি ততটুক বললাম,ভুল হলে শুধরে দেন। @Fardin Mahi