HABA Audrita Roy: মহাবিশ্বের মাত্র ৪ শতাংশ দৃশ্যমান বস্তু দিয়ে গড়ে উঠেছে। ৯৬ শতাংশই রয়ে গেছে অদৃশ্য। অদৃশ্য ভরের ২১ শতাংশ ডার্ক ম্যাটার বাকি ৭৫ শতাংশ ডার্ক এনার্জি।
ডার্ক ম্যাটার হল এমন এক প্রকার পদার্থ যা আমরা দেখতে পাই না কিন্তু যার মহাকর্ষ বল এর প্রভাব আমরা মহাবিশ্বে দেখতে পাই।
বিজ্ঞানীরা যখন গ্যালাক্সি ক্লাস্টার গুলোর গঠন নিয়ে গবেষনা করছিল তখন তারা একটি জিনিস লক্ষ করলো । একটি গ্যালাক্সি ক্লাস্টার গঠন করতে যে পরিমান পদার্থের প্রয়োজন তা এই ক্লাস্টার গুলোতে নেই। কিন্তু তাহলেতো এই গ্যালাক্সি ক্লাস্টার গুলোর অস্তিত্বই থাকার কথা না। বিজ্ঞানিরা তখন আলাদা এক একটি গ্যালাক্সির ভর হিসেব করে দেখল একটি গ্যালাক্সির অস্তিত্ব রক্ষার জন্য তাতে যে পরিমাণ ভরের পদার্থ থাকার কথা তা দৃশ্যমান পদার্থের মধ্যে নেই। তখন বিজ্ঞানীরা চিন্তা করল নিশ্চয়ই গ্যালাক্সি গুলোর মধ্যে ও চারপাশে এমন এক ধরনের পদার্থ আছে যা আলোর প্রতিফলন করে না অর্থাত যা আমাদের কাছে দৃশ্যমান নয় কিন্তু যার অস্তিত্ব সম্পর্কে আমরা নিশ্চিত এই অদৃশ্য ও অজানা পদার্থের নাম দেওয়া হল ডার্ক ম্যাটার।